হাজীগঞ্জে বিএনপির ১০৯ নেতাকর্মীর জামিন দিয়েছে হাইকোর্ট

খালেকুজ্জামান শামীম

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ১০৯ নেতাকর্মীর নামে পুলিশের দায়ের করা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার এক মাসের জন্য এই জামিন আদেশ জারি করেন হাইকোর্টের ৩২ নম্বর জজ আদালতের বিচারক।

একই সাথে এই ১০৯ জনকে একমাসে কোন হয়রানি না করার নির্দেশ দেয় আদালত। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্মসম্পাদক জাকির মজুদার।
গত ১২ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে ছাত্র দলের একটি মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

পরে পুলিশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ১০৯ জনকে নাম দিয়ে এবং আরও ৬০/ ৭০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়।

এ মামলায় বুধবার হাইকোর্টে তারা জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করা হয়। এ ঘটনার দিন জিসান আহম্মেদ ছিদ্দিকী ও মেহেদী হাসান নামে দুই যুবদল নেতাকে পুলিশ গ্রেফতার করে। তারা জেলহাজতে রয়েছে।

ক্যাপশন:হাজীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা জামিন পাওয়ার পর হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক তাদের সাথে। তিনি তাদেন খোঁজ খবর নেন এবং আন্দোলন সংগ্রামী এগিয়ে যাওয়ার আহবান জানান। বিএনপির ১০৯ নেতাকর্মী জামিন পাওয়ায় তিনি শুকরিয়া জ্ঞাপন করেন। ছবি : খালেকুজ্জামান শামীম।

ক্যাপশন : জামিন পাওয়ার পর আইনজীবিরসাথে হাজীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা।