হাজীগঞ্জে দুইটি ড্রেজার ধ্বংস ৫০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ  প্রতিনিধি
 হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা  আদায়  অপর দুইটি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
রোববার  বিকালে তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া ও লাউকরা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
  হাটিলা পূর্ব ইউনিয়নে বলিয়া ও লাউকরা গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায়  অবৈধ ড্রেজার ব্যবসায়ী মো. নুরু মিয়া নামের একজনকে  নগদ ৫০ হাজার জরিমানা  আদায় করেন । এ সময় ড্রেজার মেশিনটি অপসারণের নির্দেশনা দেন  এ সময়  ড্রেজার মেশিনটি অপসারণ করার অঙ্গিকার করেন মো. নুরু মিয়া।
 একই সময়ে  দুইটি ড্রেজারের মালিক ও সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় দুইটি ড্রেজারের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ সহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।