হাজীগঞ্জে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

খালেকুজ্জামান শামীম

হাজীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী।

হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মফিজুল ইসলাম রমিজ জানান, রোববার সকাল ৯ টায় হাজীগঞ্জ উপজেলার রামপুর গ্রামে পিনুরানী (৭০) নামে এক নারী করোনা উপসর্গে মারা গেছে। তাকে এ দিন সকালে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। একই দিন উপজেলার সোনাইমুড়ি গ্রামে আড়তি রানী শীল ( ৫৫)নামে এক নারী করোনা উপসর্গে মারা গেছে। সে তার বাড়িতেই দীর্ঘ সময় নিয়ে জ্বর সর্দিতে ভুগছিলেন।

এদিকে শনিবার বিকালে হাজীগঞ্জ রেল স্টেশনের পাশের হাজী বাড়ির চাঁদমিয়া (৮০) নামে একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। একই দিন উপজেলার সেন্দ্রা গ্রামে তাসলিমা (৪৫) নামে আরএকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে চার ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিদেরকে উপজেলা দাফন টীম তাদের দাফন ও সৎকার সম্পন্ন করেছেন। গত ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় ৮ জনের মুত্যু হয়েছে।