মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

মঘনা নদীর চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এমভি আরব ও এমভি কর্নফুলী-১ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৩যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ৩০ ডিসেম্বর দিনগত রাত আনুমানিক ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে। কর্নফুলি লঞ্চে থাকা আহত যাত্রীরা হলেন-পারভিন (২৮) মুক্তা (২৫) ও মরিয়ম (৮)।

আহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে কর্ণফুলী ১ লঞ্চ যোগে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কর্ণফুলী লঞ্চ চাঁদপুর ঘাটে যাত্রী নেওয়ার জন্য আসার পথে বিপরীত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সাথী আরব লঞ্চ দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। এ সময় কর্ণফুলী ১ লঞ্চ এর ভিতরে থাকা যাত্রীরা আহত হয়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থেকে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
লঞ্চে থাকা যাত্রীরা জানায়, কর্ণফুলী ১ লঞ্চ ঢাকা থেকে আসার পূর্বে একটি মৃতদেহ যাত্রীবাহী লঞ্চে উঠানো হয়। মৃতদেহটি নিয়ে স্বজনরা তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আবারো চাঁদপুরে আসার পূর্বে এই দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ জানায়, লঞ্চ দুর্ঘটনা তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।