মতলবে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় রিক্সাচালক কারাগারে

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙা গ্রামে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় গত শুক্রবার মামলা করেছেন মেয়ের মা। মামলার আসামী আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ছাত্রীটি ধর্ষণের শিকার হয়।

ছাত্রীর বাড়ি উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে। সেখানকার একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। অভিযুক্ত আনোয়ার হোসেন এবং ছাত্রীটি একই বাড়ির বাসিন্দা। আনোয়ার এলাকায় রিকশা চালান।

জানা গেছে গত ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ছাত্রীটি তার বাড়ির পাশে একটি গাছ থেকে পেয়ারা পারছিল। সে সময় সেখানে গিয়ে ছাত্রীকে কৌশলে ডেকে পাশের একটি সদ্যনির্মিত দালানের পেছনে নিয়ে যায় আনোয়ার। সেখানকার একটি অব্যবহৃত খোলা টয়লেট নিয়ে মুখ চেপে ছাত্রীটিকে জোড়পূর্বক ধর্ষণ করে আনোয়ার।

এ সময় ছাত্রীটি চিৎকারে আশপাশের লোকজন সেখানে এগিয়ে এলে আনোয়ার দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন ছাত্রীটিকে তার বাড়িতে নিয়ে আসেন। ছাত্রীটির মা তাকে ওই দিন চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
পারিবারিক সম্মান ও মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথমে কয়েক দিন ঘটনাটি চেপে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন পরিবারের লোকরো। এতে কাজ না হওয়ায়

গত শুক্রবার দুপুর রিকশাচালক আনোয়ার হোসনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় ধর্ষণের আইনে মামলা করেন ওই ছাত্রীর মা। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাত নয়টায় পুরান ঢাকার হোসনে দালান এলাকার একটি বাড়ি থেকে আনোয়ারকে গ্রেপ্তোর করে মতলব দক্ষিণ থানার পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন,ডাক্তারী পরীক্ষা শেষে মেয়েটিকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। মামলার গ্রেপ্তারকৃত আসামী আনোয়ারকে শনিবার সকালে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।