ফরিদগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

ফরিদগঞ্জ প্রতিনিধি
অবশেষে সকল জল্পনা কল্পনার ও বিতর্কের অবসান ঘটিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত তথা নৌকার মাঝির সন্ধান পাওয়া গেল। রোববার (৫ ডিসেম্বর)  বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী  রাতেই দলের ওয়েব সাইটে তালিকা প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযাী বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা অধিকাংশই ওই ইউনিয়ন গুলোর নৌকার কাÐারী হলেন। এছাড়া অন্যরা বর্তমান চেয়ারম্যান।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহŸায়ক মো: বাহা উদ্দিন, বালিথুবা পুর্ব  ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জি এম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পুর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও পীরের বংশধর মাও. শারাফত উল্ল্যা, সুবিদপুর পশ্চিম  ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন,
গুপ্টি পুর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন,গোবিপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী,
গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আহমেদ ভুঁইয়ার ছেলে  যুবলীগ নেতা আলা উদ্দিন আহমেদ, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।
এদিকে গত অক্টোবর মাস থেকে ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয় তৃণমূল বর্ধিত সভা। পরে বর্ধিত সভা থেকে প্রাপ্ত দলীয় প্রার্থী তালিকা ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ এবং জেলা আওয়ামীলীগ তাদের তালিকা কেন্দ্রে প্রেরণ করে। এর বাইরে বর্তমান সংসদ সদস্য নিজে আলাদা তালিকা জেলা ও কেন্দ্রে জমা দেন। গত এক সপ্তাহ ধরে এসব তালিকা নিয়ে আলোচনা সমালোচনা হয়।
সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থী তালিকা পরিবর্তন বিষয়ে তোলপাড়ের সৃষ্টি হয়।