জাপান আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. জসীম উদ্দিনের কচুয়ায় ইফতার সামগ্রী বিতরণ

কচুয়া প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কচুয়ার কৃতি সন্তান ও জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের সংক্রমনে গৃহবন্দি গরীব, অসহায় প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নিজ এলাকা মধুপুর বাজারে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির

উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল। পরে ১২টি ইউনিয়নে পরিবহনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা এসব ইফতার উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।

মুঠোফোনে ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান বলেন, সুদুর প্রবাস জাপানে থাকলেও সর্বদা কচুয়ার মানুষের জন্য মন কাঁদে। তাই করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পরামর্শে ইফতার উপহার সামগ্রী নিয়ে এলাকার মানুষের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকব।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।