করোনা ভাইরাস রোধে নুরুল আমিন রুহুল এমপির উপকরণ বিতরণ

গোলাম নবী খোকন

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা, জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, ইউএনও এএম জহিরুল হায়াত, ওসি মো. নাসির উদ্দিন মৃধা ও ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল মান্নান বেপারী এর নিকট ৭০ পিস করোনা ভাইরাস এর পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক ২৫শ’ পিস, গ্লাভস ৬শ’ পিস, সাবান ২ হাজার পিস ও হেক্সিসল ২০ লিটার হস্তান্তর করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর একান্ত সহকারী এ্যাড. লিয়াকত আলী সুমন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, ছেংগারচর পৌর আ.লীগ নেতা আলহাজ্ব আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী।