আলগী বাজারে ঘর মালিকদের দৌরাত্ম্যে দিশেহারা ভাড়াটয়ারা

রেজাউল করিম

হাইমচর আলগী বাজারে ঘর মালিকদের দৌরাত্ম্যে দিশেহারা ভাড়াটয়ারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আলগী বাজারের ব্যবসায়ীরা।

সদর আলগী বাজার ঘর মালিকদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। দুই বছর ঘুরতে না ঘুরতেই দোকানের ভাড়া দ্বিগুন থেকে তিনগুন পর্যন্ত চলেছে।
এক ব্যবসায়ী থেকে জানা যায়, আলগী বাজার ব্যবসায়ি কমিটি থাকলেও নিচ্ছেনা প্রয়োজনীয় কোন ব্যবস্থা।

দোকান মালিকরা বিন্দু মাত্র ভাড়াটিয়ার কথা কর্নপাত না করে বাড়িয়েই চলছেন তাদের দোকান ভাড়া। ব্যবসায়িরা না পারছে থাকতে না পারছে যেতে।

এমতাবস্থায় প্রসাশন যদি একটু এগিয়ে এসে দোকান মালিকদের সাথে কথা বলে, ব্যবসায়িদের একটু পাশে দাড়ায় তাহলে ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা সহজ হবে।
অন্যথায় দায় দেনা মাথায় নিয়ে ব্যবসা করে লামভবান হওয়াতো দুরের কথা দেনার বোঝা মাথায় নিয়ে দোকান ছাড়তে হবে।

বিশ্বব্যাপী করোনার আক্রান্তে ব্যবসায়ীদের বেচা-কেনার অবস্থা খুবই খারাপ। এতাবস্থায় প্রশাসনে দৃর্ষ্টি কামনা করছেন আলগী বাজারের ব্যবসায়ীরা।