আদর্শ একাডেমী ফরিদগঞ্জ ৪৬তম জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোটার

আদর্শ একাডেমী ফরিদগঞ্জ এর উদ্যোগে ৪৬ জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কমìসূচী পালন করে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনলাইন সাংস্কৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ৩টি ইভেন্টে বিজয়ী হয়ে জেলা পর্যায় অংশ নেয়।

১লা আগষ্ট২০২১, ড্রপডাউন বেনার উত্তোলন, ১৫ আগষ্ট জাতীয় পতাকা অর্ধ নমিত করন ও জাতীয় শোক দিবসের অন-লাইন আলোচনা সভা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা আদশ একাডেমী ফরিদগঞ্জের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন এম.এসসি.র পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন – অধ্যক্ষ মোঃ হারুন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক শাখার ইনচাজì মোঃ হাছান মিজি, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, মাসুদ পারভেজ, মোঃ হাবিব উল্লাহ ভূঁইয়া, এমরান হোসেন, শাখাওয়াত হোসেন, ইয়ার হোসেন প্রমূখ।

দোয়ার মাহফিল পরিচালনা করেন- সিনিয়র শিক্ষক মোঃ ফখরুল ইসলাম ।

আলোচকগণ বলেন- বঙ্গবন্ধু দেশকে ভালবেসে ছিলেন, দেশের জনগণকে ভালবেসে ছিলেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণের মুক্তির জন্য কাজ করেছেন, অন্যায়, দূর্ণীতি, শোষনের বিরুদ্ধ কথা বলেছেন, তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে। কিছু বিপদগামী লোক এইদিনে তাঁকে শিশু ছেলে রাসেলসহ স্বপরিবারের হত্যা করে।

আজকের সভায় আমরা তাঁর ও পরিবারসহ সকল নিহত দেশ প্রেমিকের রুহের মাগফিরাত কামানা করি। জাতীয় শোকদিবসে আমরা শপথ করবো- দেশপ্রেমিক, সৎ, সুনাগরিক হয়ে দেশের কল্যানে কাজ করবো।