হাজীগঞ্জে করোনাজয়ী ইউএনও বৈশাখী পজেটিভকে চিঠি ‘আমরা করবো জয়’

খালেকুজ্জামান শামীম

হাজীগঞ্জে সম্প্রতি  করোনা সংক্রমিত  রুগির জন্য উপহার সামগ্রী প্রেরন করা হয়েছে । হাজীগঞ্জ পৌরসভাস্থ ট্রাক রোডের করোনা রোগীর জন্য এ উপহার সামগ্রী প্রেরণ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য করোনা জয়ী হওয়া যুদ্ধা বৈশাখী বড়ুয়া।

তিনি রবিবার সকালে  করোনা সংক্রমিত রোগীর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য সামগ্রী প্রেরণ করেন।

বৈশাখী বড়ুয়ার করোনা পজেটিভ হওয়ার পর তিনি চিকিৎসকের পরামর্শমত হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেয়ার পর পরবর্তী দুটি রিপোট নেগেটিভ আসে। তিনি এখন সুস্থ্য। দীর্ঘ সময় তিনি চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পর করোনা আক্রান্তদের প্রতি আন্তরিকতা বেড়ে যায়। ইতোমধ্য তিনি তার ফেইসবুকে বিদয় বিদারক শিক্ষ্যনীয়   স্ট্যাটার্স দিয়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছে।

করোনায় আক্রান্ত ওই রোগির খাবারের  পাশা-পাশি একটি চিঠিতে তিনি  উল্লেখ্য করেন, “আমরা করবো জয়” নিজের যত্ম নিন। মনোবল হারাবেননা। আমরা আপনার পাশে আছি।